রাঙামাটির ২০৬ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

NewsDetails_01

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছে ২০৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বাড়ির দলিল হস্তাস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে রাঙামাটির কাউখালী উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

NewsDetails_03

অন্যদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলায় ৩য় পর্যায়ে বরাদ্দকৃত ঘর ও জমির দলিল হস্তাস্তর কার্যক্রমের উদ্বোধনী দিনেই ৫টি উপজেলায় মোট ২শ’ ৬টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাঘাইছড়িতে ৯০টি, লংগদুতে ১০, নানিয়ারচরে ১১, বরকলে ৫৫ ও কাউখালীতে ৪০ টি ঘর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন