রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) স্টেডিয়ামের কনফারেন্সে সভার আয়োজন করা হয়।
সভায় জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বরুন দেওয়ান বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন এবং পরে তা অনুমোদন দেওয়া হয়। এরপর বর্তমান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ পেশ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে সাধারণ সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, পৌর মেয়র অাকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অ্যাড.মামুনুর রশিদ মামুন, প্রীতম রায় হিরো, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি সুনীল কান্তি দেসহ সংস্থার কানিপ ও সাধারন সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় বিগত বছরের আয়-ব্যয় উপস্থাপন, অনুমোদনসহ অবকাঠামো নির্মান, খেলাধুলা নিয়মিত আয়োজনের ওপর আলোচনা হয়।