রাঙামাটি আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা রবিবার
থাকছেন শীর্ষ নেতৃবৃন্দ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তৃণমূল প্রতিনিধি সভা এবং বর্ধিত সভার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর রবিবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় এ সভা শুরু হবে।
রাঙামাটির ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়শা খান এমপি, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
সভায় সভাপতিত্ব করবেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রিয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার এমপি এবং সঞ্চালনা করবেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
তৃণমূল প্রতিনিধি সভায় রাঙামাটি জেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।