রাঙামাটি উদীচী’র সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নিন

NewsDetails_01

%e0%a6%89%e0%a6%a6%e0%a7%80%e0%a6%9a%e0%a7%80উদীচী রাঙামাটি জেলা সংসদের ৬ষ্ট জেলা সম্মেলন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর রাঙামাটি শিশু একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগীতার বিষয়:- দেশাত্ববোধক ও গনসঙ্গীত,ক-বিভাগ-১ম থেকে ৫ম শ্রেণী,খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী,গ-বিভাগ ৯ম থেকে দ্বাদশ শ্রেণী।
আবৃত্তি প্রতিযোগীতা:- ক-বিভাগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ১ম থেকে ৪র্থ শ্রেণী,খ-বিভাগ- কাজী নজরুল ইসলামের কবিতা,৫ম থেকে ৭ম শ্রেণী। গ-বিভাগ- সুকান্ত ভট্টচার্যের কবিতা-৮ম থেকে দ্বাদশ শ্রেণী।
চিত্রাংকন প্রতিযোগীতা:- ক-বিভাগ ১ম-৪র্থ শ্রেণী, ইচ্ছে মতো, খ-বিভাগ-৫ম থেকে৭ম শ্রেণী,বাংলাদেশের শীতকাল,হ-বিভাগ-৮ম থেকে ১০ম শ্রেণী,বাংলাদেশের সংস্কৃতি।
দেশাত্ববোধক ও গণসঙ্গীত প্রতিযোগীতা-সকাল ১০ টায়, অাবৃত্তি প্রতিযোগীতা দুপুর ১২ টায়,চিত্রাংকন প্রতিযোগীতা দুপুর ২.৩০ টায়। উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহন করতে ইচ্ছুক সকলকে প্রতিযোগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল। প্রয়োজনে যোগাযোগ করুন শাওন-০১৯২৭৮৫৮৬৭৭,তুষার-০১৮৫৯৩৫৫৭২২,বিজয়-০১৮২০৩০৮২৯০ এই নাম্বারে।

আরও পড়ুন