রাঙামাটি ও খাগড়াছড়িতে ৩০ অক্টোবর সড়ক অবরোধ

NewsDetails_01

%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিলসহ আগামী ৩০ অক্টোবর রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় শুধু সড়ক পথ অবরোধ কর্মসূচি দিয়েছেন ৫টি বাঙালী সংগঠন। ৩০অক্টোবর রবিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সড়ক পথ অবরোধ (অভ্যন্তরীন ও দুরপাল্লার)। পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা শেষে এই কর্মসূচী ঘোষণা করে। পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সরকার কর্তৃক সংশোধনী আইন ২০১৬ অনুসারে কমিশনের বৈঠক ডাকার প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে এক জরুরী সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের পক্ষে ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য গন পরিষদ পক্ষে অ্যাডভোকেট পারভেজ তালুকদার , অ্যাডভোকেট আলম খান, মোঃ মনিরউজ্জামান মনির, মহাসচিব পার্বত্য চট্রগ্রাম সম অধিকার আন্দোলন। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সভাপতি সাহাদাত ফরাজি সাকিব, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ, ঢাকা মহানগর আহŸবায়ক মোঃ সাইফুল ইসলাম খান , পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ প্রমুখ ।

আরও পড়ুন