রাঙামাটি-খাগড়াছড়ির সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ১

purabi burmese market

নিয়োগে জাল-জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ও রাঙামাটির বর্তমান সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এই ঘটনায় উদয়ন চাকমা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মোঃ আবদুল হান্নান জানান, দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় আসামিগণ পরস্পর যোগসাজসে অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও ২০১৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট পদে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে নিয়োগ দেন। তারা ২০১৪ সালের মার্চ মাসে কর্মস্থলে যোগদান করেন। সেই সময় নিয়োগ বোর্ডের আহ্বায়ক ছিলেন তৎকালীন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ার বীর কিশোর চাকমা অটল, তৎকালীন সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাশ, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ডঃ শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা। এই ঘটনায় চাকরি প্রার্থী দুইজন ও নিয়োগ বোর্ডের চারজনকে আসামি করে মামলা করেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুইয়া জানান, জাল-জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকার পরেও চাকরি প্রদান, অবৈধভাবে ঘুষ নেওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করার পর অনুসন্ধানে সত্যতা খুঁজে পায় দুদক। এনিয়ে থানায় মামলার পর আসামিদেও গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন
1 মন্তব্য
  1. SweHlaaung Marma বলেছেন

    দুদক আরো অনুসন্ধান করুক,রাংঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।