রাঙামাটি চেম্বার অফ কমার্সের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আজ শনিবার (২২ মার্চ) সকালে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।
চেম্বার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাড. মামুনুর রশীদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী বাবর, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, সফিকুল ইসলাম চৌধুরী, মোঃ জসীম উদ্দিন, আবদুল কুদ্দুছ ও আবদুল মন্নান প্রমুখ।

চেম্বারের উদ্যোগে এ বছর ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতি পরিবারকে চাল ৪ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, সেমাই ১ কেজি, লিকুইড দুধ ১ কেজি এবং নুডলস প্রদান করা হয়।
এসময় চেম্বারের সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “প্রতি বছর রমজান উপলক্ষে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি, যাতে অসহায় পরিবারগুলোও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। আমরা সকল বিত্তবানদের আহ্বান জানাই, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান।” তিনি ব্যবসায়ীদের প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানান, যাতে সাধারণ মানুষ ঈদের বাজারে স্বস্তি পায়।
তিনি রাঙামাটি পার্বত্য জেলার সকল মুসলমানদের ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান এবং সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।