রাঙামাটি জেনারেল হাসপাতালে চক্ষু বহিঃ বিভাগ চালু করা হয়েছে। আজ বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ বিভাগ চালু করা হয়। জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে সবির কুমার চাকমা এটির উদ্বোধন করেন।
প্রধান অতিথি সবির কুমার চাকমা বলেন, পার্বত্যাঞ্চলে চক্ষুরোগে আক্রান্তের সংখ্যা অনেক। সঠিক চিকিৎসার অভাবে অনেকে অকালে অন্ধত্ব বরণ করেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে জেনারেল হাসপাতালে চক্ষু বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। আশা করি, এখন থেকে জেনারেল হাসপাতালে চক্ষুরোগীরা নিয়মিত সেবা পাবেন।
এসময় রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানান, চক্ষুরোগীদের ভোগান্তি কমাতে ও দ্রুততম সময়ে চিকিৎসা পেতে জেলা পরিষদের সহযোগিতায় চক্ষু বহিঃ বিভাগ চালু করা হয়েছে। এখন থেকে সপ্তাহে ৩ দিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখবেন।