রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি আরিফুল আমিন
রাঙামাটি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন। আজ রবিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
রাঙামাটি কোতয়ালী থানার দায়িত্ব নেওয়ার দেড়মাসের মধ্যে মোটরসাইকেল চোর সিন্ডিকেট গ্রেফতার, জুয়া ও মাদক প্রতিরোধে অভিযান পরিচালনাসহ আইনশৃংখলার উন্নতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখায় অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।

তিনি কোতয়ালী থানায় ২০২২ সালের ৬ নভেম্বর ওসি হিসেবে যোগদান করেন। এরপর থেকে রাঙামাটি শহর জুয়া, মাদক প্রতিরোধসহ আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর সিন্ডিকেট গ্রেফতার করা হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বিট পুলিশিং এর মাধ্যমে নানা অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ এবং সমাজ সচেতনতায় মানুষকে উদ্ভুদ্ধকরনে ভুমিকা রাখেন তিনি।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।