রাঙামাটি জেলায় ২ লাখ তালবীজ রোপন করা হবে

NewsDetails_01

রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তালবীজ রোপন সংক্রান্ত মতবিনিময় সভা
বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে রাঙামাটি জেলায় দুই লাখ তালবীজ রোপন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে ১১টা পর্যন্ত একযোগে রাঙামাটির দশ উপজেলায় তালবীজ রোপন কার্যক্রম পরিচালিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, সম্প্রতি সারাদেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ও পরিবেশ বিপর্যয় আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাঙামাটিতেও ১৩ জুন পাহাড় ধসের মূলে রয়েছে ঐদিন বিরামহীন বজ্রপাত। ঐতিহাসিকভাবে বজ্রপাত নিরোধক হিসেবে তালগাছের ভূমিকা খুবই গুরুত্বপুর্ণ। এছাড়াও তালগাছ মানুষের নানা উপকারে আসে। এক সময় মানুষ রাস্তার দুইপাশে তালগাছ রোপন করতো। এতে প্রাকৃতিকভাবে বজ্রপাতের ঝুঁকি হ্রাস ঘটতো। দেশের জলবায়ু পরিবর্তনে ও বজ্রপাত থেকে রক্ষা পেতে সময় এসেছে তাল গাছ রোপনে মনোযোগ দেয়া।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিকভাবে তালবীজ রোপন অভিযানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে রাঙামাটি জেলায় সংগৃহীত প্রায় ২ লাখ তালবীজ রোপন করা হবে। এসব তালবীজ রাস্তার ধারে এবং উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল কলেজের উন্মুক্ত স্থানে রোপন করা হবে।
মতবিনিমিয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে এদিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুমনী আক্তারসহ সুশীল সমাজ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন