রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি সাব্বির’কে কারাগারে প্রেরন
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির’কে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রবিবার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা এ আদেশ দেন।
জেলা ছাত্রদলের এই নেতার বিরুদ্ধে কৃষক লীগের এক নেতাকে হত্যাচেষ্টার মামলা রয়েছে।
আদালত সুত্র জানায়, রাঙামাটি সদরের কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমানের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ছাত্রদল নেতা ফারুক আহমেদ সাব্বির রবিবার আদালতে অাত্মসমর্পন করে জামিনের আবেদন চাইলে,আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গতঃ ২০২১ সালের ২৯ জুলাই রাতে শহরের রানী দয়াময়ী স্কুলের সামনে একদল দুর্বৃত্তের হামলায় মারাত্বকভাবে জখম হন কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান। পরে ২২ সেপ্টেম্বর ওই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে তার নিজের স্ত্রী মনিকা আক্তার ও ছাত্রদল সভাপতি সাব্বিরকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। মামলায় মনিকা আক্তার কারাগারে আছেন।