আজ রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মাণাধীন মোটেলের কাজ বন্ধ করে দেন। শ্রমিকদের থাকার ও নির্মাণ সরঞ্জাম রাখার টিনের ছাউনির ঘরটিও ভেঙে দেয়া হয়। এ সময় তিনি বলেন, শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা, কাপ্তাই হ্রদের অবৈধ দখল রোধ করা, কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করেন।