ফেনী জেলার বহুল আলোচিত সোনাগাজী উপজেলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত ইফতেখার উদ্দিন রানা (২১) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই)। গত শুক্রবার গভীর রাতে রাঙ্গামাটি শহরের টিঅ্যান্ডটি আবাসিক কোয়ার্টার থেকে ইফতেখার উদ্দিন রানাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, তদন্তে ইফতেখার উদ্দিন রানার নাম এসেছে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এদিকে রাঙামাটি কোতয়ালী থানার ওসি জাহিদুল হক রণি ঘটনার সত্যতা শিকার করে বলেন,ইফতেখার উদ্দিন রানাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।