রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্রিড়া সামগ্রী প্রদান

NewsDetails_01

কাপ্তাই চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়কে বিভিন্ন ক্রিড়া সামগ্রী প্রদান করছে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সংগঠন এবং ক্লাব সমুহের ক্রিড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ শুক্রবার কাপ্তাই চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়কে বিভিন্ন ক্রিড়া সামগ্রী প্রদান করা হয়। রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা স্কুলের প্রধান শিক্ষক মো হারুনুর রশীদের নিকট এই ক্রিড়া সামগ্রী তুলে দেন। জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা জানান, লেখাপড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে সৃজনশীল মানসিকতা গড়ে তুলতে জেলা পরিষদ রাঙামাটির বিভিন্ন উপজেলায় স্কুল এবং সংগঠনের মধ্যে ক্রিড়া সামগ্রী এবং বাদ্য যন্ত্র প্রদান করে আসছেন।

আরও পড়ুন