মেয়র জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের অধীনে রাঙামাটি পৌরসভার উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫ হাজার পরিবারে মাথাপিছু ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তিনি বলেন, এলাকার গরীব অসহায় দুস্থদের কল্যাণে সরকারের নেয়া কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে তাদের দুঃখ লাঘব হবে, দেশে শান্তি ফিরে আসবে। এসময় রাঙামাটি কৃষক লীগের সভাপতি জাহেদ আকতারসহ পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।