নাশকতামূলক হামলা রোধে গত দুইদিন ধরে অভিযান চালিয়ে পুলিশ রাঙামাটি জেলা বিএনপির সভাপতিসহ ১৮জনকে গ্রেফতার করেছে। আজ বুধবার দুপুরে আটককৃতদের রাঙামাটি অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে তোলে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
তবে আদালত রিমান্ডের আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত এমন তথ্য নিশ্চিত করেছে কোর্ট ইন্সপেক্টর সাদেকুর রহমান। গত ৫ জানুয়ারী রাত থেকে পুলিশ নাশকতামূলক হামলা রোধে রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলমসহ ১৮জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জেলা সদরে ৬, বাঘাইছড়ি ৩, লংগদু ২, কাপ্তাই ৬ ও কাউখালী থেকে ১জনকে আটক করা হয়।