রাঙামাটি রিজিয়ন ক্রিকেটে ভোলকানের টানা দ্বিতীয় শিরোপা লাভ
রাঙামাটি রিজিয়ন কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ভোলকান স্পোর্টিং ক্লাব।
আজ রবিবার রাঙামাটি মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে তারা প্রতিপক্ষ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে ৪ উইকেটে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, রাঙামাটি ডেড কমান্ড্যান্ট এসিইউ লেঃ কর্ণেল মাহতাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
ফাইনালে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। জবাবে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ভোলকান স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন। ফাইনালে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নিলয়। ভোলকানের কবির সেরা বোলার, জুয়েল দাশ ম্যান অব দা টুর্ণামেন্ট ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ফয়সাল সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন।
রাঙামাটি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রিজিয়ন কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৮ টি দল অংশ গ্রহণ করে।