রাঙামাটি শহরে মোবাইল কোর্ট, প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

NewsDetails_01

রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার কারণে ভোক্তাধিকার আইনে স্বপন বেকারীর মালিককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ফারুক সুফিয়ান জানান, গত মাসে এ প্রতিষ্ঠানকে সাবধান করার পরও আবারও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার কারণে প্রতিষ্ঠানটির মালিককে এ কারাদন্ড প্রদান করা হয়। এদিকে ম্যাজিস্ট্রেটের কারাদন্ড প্রদানকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানায়।
রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দীন জানান, আমাদের ব্যবসায়ী সমিতির এক সদস্যকে ভ্রাম্যমান আদালত জরিমানা না করে সরাসরি কারাদন্ডের আদেশ প্রদান করে, এর প্রতিবাদে আমরা দোকানপাট বন্ধ রেখেছি। অপরদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমস্যাটি সমাধানে ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনা চলছে।

আরও পড়ুন