রাঙামাটি সদরে নিন্মআয়ের পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

NewsDetails_01

রাঙামাটি সদরে সাড়ে ৫ হাজার ৬৭৫ পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রয় চলছে। আজ বুধবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে বালুখালী ইউনিয়ন থেকে প্রায় এক হাজার কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, বালুখালী ইউপি চেয়ারম্যান অমর চাকমা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এদিন বালুখালী ইউনিয়নের নিন্মআয়ের কার্ডধারীরা টিসিবির পণ্যের মধ্যে ডাল ও তেল ক্রয় করতে দেখা যায়।

বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান অমর চাকমা বলেন, বুধবার আমার ইউনিয়নে ১০৫০ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য গ্রহন করার লক্ষে সকল কার্যক্রম সম্পন্ন করেছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে ৫৬৭৫ জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। সার্বক্ষনিক তদারকির মাধ্যমে নিয়োজিত ডিলারদের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব পণ্য পৌছে দেয়া হচ্ছে।

আরও পড়ুন