রাঙামাটি সদরে শীতকালীন ক্রীড়া শুরু
স্কুল শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি সদরে ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে ছাত্রছাত্রীদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক দ্বৈত) ও অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলার ১০ টি উপজেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নিবে। প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি সদরের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।