রাঙামাটি সদর ইউএনও করোনায় আক্রান্ত

NewsDetails_01

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬আগস্ট) রাঙামাটি জেলায় সদর ইউএনও ও তার স্বামী, কাজের মেয়ে সহ নতুন করে মোট ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে। ইউএনও জেলা সদরে অবস্থিত তার সরকারি বাসভবনে এবং অন্যরা নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ৬ আগস্ট করোনা উপসর্গ নিয়ে ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা রাঙামাটিতে নমুনা পরীক্ষা করিয়েছেন।

NewsDetails_03

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা তার কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, তার স্বামী ও কাজের মেয়ের করোনা শনাক্ত হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তবে, তারা দুজনেই ভালো আছেন। তিনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ আছেন। পরিবারের সকলের সুস্থতার জন্য তিনি দোয়া কামনা করেন।

প্রসঙ্গতঃ ইউএনও ফাতেমা তুজ জোহরা করোনার শুরু থেকে সদর উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বিরামহীনভাবে সরকারী দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এই সময় স্থানীয়দের মাঝে ত্রান বন্টনসহ, সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি পালনে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন।

আরও পড়ুন