রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দল থেকে বহিষ্কার

রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামকে সদর উপজেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার।

NewsDetails_03

সভাপতি জাহিদ আকতার বলেন, নাসরিন ইসলাম কৃষকলীগের সমর্থন দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়। কিন্তু সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকান্ড এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে। যে কারণে দল তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকবেন বলে যোগ করেন তিনি।

এদিকে, দল থেকে বহিস্কারের বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। বহিষ্কারাদেশ সে ষড়যন্ত্রের অংশ।

আরও পড়ুন