রাঙামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামের গ্যালারি থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হতে পারে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) লিমন বোস জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে এ মৃত্যু হতে পারে।