রাঙামা‌টিতে আঞ্চলিক পরিষদের মু‌জিব বর্ষের ক্রীড়া

NewsDetails_01

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে মু‌জিববর্ষ উপলক্ষ্যে স্কুল পর্যায়ের ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অ‌তি‌থি ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা।

প্রধান অ‌তি‌থি চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা বলেন, পাহাড়ের ক্রীড়াঙ্গনের ঐ‌তিহ্য ফিরিয়ে আনতে হবে। খেলাধুলার আয়োজন বাড়াতে হবে, প্র‌শিক্ষনের আয়োজন করতে হবে। এক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবধর‌ণের সহ‌যো‌গিতা ক‌রে যা‌বে।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে অন্যদের মধ্যে আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা, ‌জেলা প‌রিষদ সদস্য ঝর্না খীসা, ক্রীড়া উদযাপন ক‌মি‌টির অাহবায়ক বিশ্ব‌জিৎ চাকমা, প্রবীন সাংবা‌দিক সুনীল কা‌ন্তি দে, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি বরুন বিকাশ দেওয়ান প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

প্র‌তি‌যো‌গিতার হ্যান্ডবল ও ফুটবলে একছত্র আধিপত্য বিস্তার করে চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোনঘর আবাসিক বিদ্যালয়। তারা হ্যান্ডবলের ফাইনা‌লে ৪-১ গো‌লে রাঙামা‌টি সরকারী বা‌লিকা উচ্চ বিদ্যালয়কে ও ফুটবলে ২-০ গোলে শাহ বহুমু‌খি উচ্চ বিদ্যালয়কে পরা‌জিত ক‌রে।

‌জেলা সদরের ফুটবলে ৩টি ও হ্যান্ডব‌লে ৪টি স্কুল নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক প‌রিষদ।

আরও পড়ুন