রাঙামা‌টিতে উদ্দ্যেক্তা, ব্যাংকার মত‌বি‌নিময়

NewsDetails_01

রাঙামাটিতে কটেজ, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ খাতে অর্থায়ন কার্যক্রম বিষ‌য়ে উ‌দ্যোক্তা-ব্যাংকারদের ম‌ধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটিতে অবস্থিত তফসিলী ব্যাংকসমুহের উদ্যোগে আজ শুক্রবার (৩ডিসেম্বর) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম।

NewsDetails_03

মার্কেন্টাইল ব্যাংক চট্টগ্রামের অঞ্চলিক প্রধান মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক রাঙামাটি প্রিন্সিপাল অফিসের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুন নবী, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল ওয়াদুদ।

সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা করোনা কালীন ক্ষতি পুষিয়ে নিতে ব্যাং ঋণের সুদ মওকুপ এবং সহজ শর্তে ঋন পাওয়ার দাবি জানান। এ ছাড়াও পার্বত্য জেলা সমুহে ভুমির জঠিলতা মাথায় রেখে ব্যাংক ঋনে ব্যাংকগুলোর শর্ত শিথিল করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

সভায় রাঙামাটির বিভিন্ন সেক্টরের উদ্যোগক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন