রাঙামা‌টিতে উপ‌জেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি গ্রেফতার : অস্ত্র উদ্ধার

NewsDetails_01

রাঙামা‌টির নানিয়ারচর উপ‌জেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ (গনতান্ত্রিক) ‌নেতা বর্মা হত্যা মামলার আসামী মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে গ্রেফতার করেছে যৌথবা‌হিনী।

শুক্রবার মধ্যরাতে তা‌কে নিজ বাসা থে‌কে গ্রেফতার করা হয়। এসময় ১টি এলপি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি নোটবুক ও ৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়।

NewsDetails_03

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভিত্তিতে ‌যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে নিজ বা‌ড়ি থে‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ‌মিন্টু চাকমা নানিয়ারচর উপজেলার বেতছরির ১৮ মাইল এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে। সে চুক্তিবিরোধী ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সক্রিয় সশস্ত্র সদস্য।

নানিয়ারচর থানার ও‌সি মোঃ সাব্বির রহমান জানান, আটক মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা নানিয়ারচরের আলোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ (গনতান্ত্রিক) নেতা বর্মা হত্যা মামলার আসামী।

আরও পড়ুন