করোনার রেড জোন রাঙামাটিতে দ্রুতই বাড়ছে করোনা সংক্রামনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় শনাক্ত হয়েছে ৭১ জন। যা চলতি মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত তথ্য বিবরণী থেকে করোনা শনাক্তের এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ৩৯.০১। এরমধ্যে সবচেয়ে বেশি রাঙামাটি সদরে ৪৯ জন। এরপর কাপ্তাইয়ে ১৩, কাউখালীতে ২, নানিয়ারচরে ১, বাঘাইছড়িতে ২, বিলাইছড়িতে ১, জুরাছড়িতে ১, লংগদুতে ১ ও রাজস্থলীতে ১ জন শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যবিধি না মানার ফলে রাঙামাটিতে দিনদিন করোনা সংক্রমন বেড়ে চলছে। সরকারী নির্দেশনায় রাত ৮ টার মধ্যে দোকানপাট ও রাত দশটার মধ্যে হোটেল রেস্তোরা বন্ধ রাখার কথা থাকলেও তা মানছে না কেউ। সবচেয়ে অাশংকার বিষয় হচ্ছে, করোনায় আক্রান্তরা মাস্কবিহীন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, জনসমাগম স্থলে প্রয়োজনীয় কাজ সারছে। করোনার উর্ধগতির সংক্রমন ঠেকাতে প্রশাসনকে আরো বেশি কঠোর হওয়ার পরামর্শ দেন তারা।