রাঙামা‌টিতে করোনায় মৃতদেহ দাফন ও সৎকা‌র বিষয়ক কর্মশালা

NewsDetails_01

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মৃতদের কাফন, দাফন, জানাজা ও সৎকারে ধর্মীয় বিধান ও সরকারি নিয়ম মেনে সম্পাদন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের নিয়ে আজ শনিবার ৪ জুলাই রাঙামাটি প্রেসক্লাবে প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে। রাঙামাটি জেলা গাউছিয়া কমিটি এ প্র‌শিক্ষন কর্মশালার আয়োজন করে।

এ‌তে প্রধান অ‌তি‌থি ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দাফন সৎকার কমিটির সমন্বয়ক মোছাহেব উদ্দিন বখতেয়ার।

NewsDetails_03

জেলা গাউছিয়া কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে প্র‌শিক্ষন কর্মশালায় প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার, কেন্দ্রীয় দাফন কাফন ও সৎকার কমিটির সদস্য আহসান হাবিব চৌধুরী, সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল, ইফা প্রতিনিধি আহসান হাবিব ভুইয়া, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃআবু সৈয়দ উপ‌স্থিত ছি‌লেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার দশটি উপজেলা থেকে দাফন কাফন ও সৎকার কমিটির ৬০ জন সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুন