রাঙামা‌টিতে করোনা পজেটিভ নেই, নেগেটিভ ১০৬ জ‌ন

প্রশাস‌নিক তৎপরতা ও কড়া সতর্কতায় করোনার ভয়াল থাবা থেকে এখনও মুক্ত রাঙামা‌টি। সেখানে করোনার করালগ্রাস থেকে প্র‌তি‌দিন কোন না কোন জেলা নতুন করে সংক্র‌মিত হচ্ছে, সেখানে পাহা‌ড়ি জেলায় এখনও করোনা সংক্রমন আঘাত হানতে পারেনি।

আজ র‌বিবার সকাল পর্যন্ত এই জেলায় ১০৬ জনের করোনা রি‌পোর্ট নেগেটিভ আসলেও এখন পর্যন্ত একজনও পজেটিভ ধরা পড়েনি।

‌জেলা সি‌ভিল সার্জন অ‌ফিস সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল পর্যন্ত রাঙামা‌টি থেকে ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ১০৬ জনের রিপোর্ট এসেছে, যার সবটাই নেগেটিভ। জেলায় এখনও পর্যন্ত পজেটিভ কোন রোগী নেই। ৮০ জনের রিপোর্ট এখনও আসেনি। এছাড়া প্রা‌তিষ্টা‌নিক ও বাসা মিলে কোয়ারেন্টিনে ছিল ১৬৫৫ জন। এরম‌ধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৫১ জন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।