রাঙামা‌টিতে কার্তুজ ও অস্ত্র উদ্ধার

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া থেকে ১টি দেশিয় ওয়ান শুটারগান, ১রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবা‌হিনী।

আজ র‌বিবার দিবাগত রাত ২টার দি‌কে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার এক‌টি পরিত্যক্ত বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

NewsDetails_03

সূত্র জানায়, ওই বাড়িতে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সেনাবা‌হিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা সুকৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থে‌কে কার্তুজ ও অস্ত্র উদ্ধার করা হয়।

কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মন্জুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তি‌নি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ রাজস্থলী থানায় জমা দেওয়া হয়েছে।
রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান অস্ত্র হস্তান্ত‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ জানান, পরবর্তী আইনী পদ‌ক্ষেপ ‌নেয়া হ‌চ্ছে।

আরও পড়ুন