রাঙামাটিতে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী সভা
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করণীয় নির্ধারণে রাঙ্গামাটিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা।
সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন কার্যক্রম সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা, লোকজনকে ঘরে রাখা, অতিরিক্ত জনসমাগম স্থানগুলো চিহ্নিত করে জনসমাগম প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।