রাঙামা‌টিতে চুলার আগুনে ৭৫টি দোকান ও বসতঘর পুড়ে ছাই

কোটি টাকার ক্ষয়ক্ষতি

purabi burmese market

রাঙামা‌টি‌র বরকল উপজেলার সুবলং বাজারে হোটেলের চুলার আগুনে ৭৫টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। আজ র‌বিবার (১৪ জুন) বিকাল ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কো‌টি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

স্থানীয় জানা গেছে, জেলার অ‌তি প্রাচীন সুবলং বাজারের হোটেল সাগ‌রিকার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। নৌ ফায়ার স্টেশন না থাকায় সেনাবা‌হিনী ও স্থানীয়‌দের সহায়তায় ফায়ারস্টেশনের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে, রাঙামা‌টি সদর থে‌কে ফায়ার সা‌র্ভি‌সের টিম গিয়ে আগুন নিভাতে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে বাজারে ৭৫টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

রাঙামাটি ফায়ার স্টেশনের সহকারী প‌রিচালক রতন কুমার নাথ বলেন, খবর পে‌য়ে নৌপথে বোটে করে ফায়ার সা‌র্ভি‌সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে ক্ষতির পরিমান কত, তা এখনও বলা যাচ্ছেনা। চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তি‌নি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।