রাঙামাটির কাউখালী উপজেলায় জুয়ার আসরে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ির গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন তৈয়ব আলী, আতিক আলী, আবুল কাশেম, আরিফ উদ্দিন।

জানা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ির গুচ্ছগ্রামের একটি শ্বশান রুমে জুয়া খেলছিল গ্রামের কয়েকজন যুবক। খবর পেয়ে ঐ গ্রামের কিছু যুবক লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। পরে মার খাওয়া যুবকরা তাদের পরিচিতদের নিয়ে পরক্ষনে হামলা চালায়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে।
কাউখালী থানার ওসি মোঃ শহীদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এসময় চারজনকে আটক করা হয়েছে।