রাঙামা‌টিতে ঠাঁই হচ্ছে না সেই ২শ প্রবাসীর

NewsDetails_01

প্রবাস থে‌কে ফেরা ২ শ বা‌সিন্দা ২২ এ‌প্রিল থে‌কে রাঙামা‌টির সাপছ‌ড়িতে থাকবে, এমন খবরে আতংক ভর করে রাঙামা‌টিবাসীর মনে। আতংক ভর করা রাঙামা‌টিবাসীর জন্য স্ব‌স্থি খবর এসেছে ঠিক এক‌দিন আগে। গত সোমবার এসেছে সে স্ব‌স্থিদায়ক খবর‌টি।

এখনও পর্যন্ত করোনামুক্ত থাকা রাঙামা‌টি‌বাসীর কথা চিন্তা করে সেই ২ শত প্রবাসীর ঠাঁই হচ্ছে না রাঙামা‌টিতে। রাঙামা‌টি জেলা প্রশাসনের চেষ্টায় তাদেরকে চট্টগ্রামেই রাখা হবে। এমন‌টি নি‌শ্চিত করেছেন জেলা প্রশাসনের এন‌ডি‌সি উত্তম কুমার দাশ।

‌জানা গেছে, বিশ্বের বি‌ভিন্ন দেশ থে‌কে ফেরত পাঠা‌নো ও ভারতে চি‌কিৎসা নিতে যাওয়া রাঙামা‌টির প্রায় ২০০ বা‌সিন্দাকে ফি‌রিয়ে আনেছে সরকার। আগামী ২২ এ‌প্রিল চট্টগ্রাম বিমানবন্দর হয়ে বিশেষ ব্যবস্থায় রাঙামা‌টি‌তে প্রবেশ কর‌ার কথা ছিল।

NewsDetails_03

প্রশাসনের তথ্য মতে, ঝু‌ঁকি এড়াতে তাদেরকে সাপছ‌ড়ি ইউ‌নিয়নের অবস্থিত কৃ‌ষি গবেষণা ইন‌স্টি‌টিউটে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।

এ খবরে সাপছ‌ড়ি এলাকার কৃ‌ষি গ‌বেষনা ইন‌স্টি‌টিউ‌টের আশেপাশের বি‌ভিন্ন গ্রামের বা‌সিন্দাদের মাঝে আতংক সৃ‌ষ্টি হয়। এক‌টি তথ্যমতে, কিছু কিছু প‌রিবার এলাকা‌ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

স্থানীয় জনপ্র‌তিনি‌ধিদের তথ্য মতে, কৃ‌ষি গবেষণা ইন‌স্টি‌টিউটে প্রবাসীদের কোয়ারেন্টিনে রাখা হবে জেনে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

রাঙামা‌টি জেলা প্রশাসনের এন‌ডি‌সি উত্তম কুমার দাশ জানান, যে ২শত প্রবাসী রাঙামা‌টি আসার কথা ছিল, তাদের রাঙামা‌টি আসা হচ্ছেনা। তা‌দেরকে চট্টগ্রামেই রাখা হবে।

আরও পড়ুন