তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম ডেঙ্গু রোগীর সন্ধান মিললো রাঙামাটিতে। ম্যালেরিয়া ঝুঁকিপুর্ন এলাকা হিসেবে চিহ্নিত পার্বত্য জেলা রাঙামাটিতে ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। বর্তমানে তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা স্থানীয় নন, ঢাকা থেকে আসা। এতে কিছুটা হলেও চিন্তার রেখা ফুটে উঠেছে স্থানীয়দের কপালে।
রাঙ্গামাটি সদর হাসপাতাল আরএমও ডা: শওকত আকবর জানান, রাঙ্গামাটি সদর হাসপাতালে ডেঙ্গু পজেটিভ নিয়ে ভর্তি হওয়া দু’জন মহিলা রোগী ঢাকা থেকে আসা। তবে তিনি এতে আতঙ্খিত না হয়ে প্রতিরোধক ব্যবস্থা নিতে ও সচেতন হতে সকলের প্রতি অনুরোধ জানান। বর্তমানে ঐ দুজন রোগী মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।