রাঙামা‌টিতে তেলের লরিতে কাঠ পাচার, আটক ১

purabi burmese market

রাঙামাটিতে অভিনব পদ্ধতিতে তেলের লরিতে করে পাচারের সময় কাঠসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পাচারকালে কাঠসহ গাড়ির চালক আব্দুর শুক্কুরকে আটক করা হয়। পরে বনবিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী।

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার ভোরে তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারকালে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি চেক করে ৩০০ ঘন ফুট কাঠ উদ্ধার করে। এসব কাঠের বাজার মূল্য চার লাখ টাকার মতো। আটক চালকের সঙ্গে কথা বলে পাচারকারীদের নাম জানা গেছে। শিগগিরই তাদের বিরুদ্ধেও মামলা দেয়া হবে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।