রাঙামাটিতে চাইথুই মারমা নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে চাইথুই মারমার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গত সোমবার (৩০ মার্চ) রাতে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। তারা হলেন,পচুপাড়া গ্রামের অংহলা মারমার ছেলে ক্যাসিনু মারমা (৪০), একই গ্রামের সাথোয়াই মারমার ছেলে চাইথুই মারমা, নিংচাই মারমার ছেলে সাচিং মারমা (৩০) এবং চাবাথোয়াই মারমার ছেলে চাইমং থোয়াই মারমা।
পুলিশ জানায়, বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া গ্রামের চাইথুই মারমা (৪০) কয়েক মাস পূর্বে একই গ্রামের ক্যাসিনু মারমাকে ১০ হাজার টাকা ধার দেন। গত সোমবার রাত ১০টায় পাওনা টাকা চাইতে ক্যাসিনু মারমার বাড়িতে যান চাইথুই মারমা। এসময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনে তর্কে জড়িয়ে পড়ে। এসময় ক্যাসিনু মারমাসহ আরও তিনজন মিলে চাইথুই মারমাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে চাইথুই মারমা সংজ্ঞাহীন হয়ে পড়লে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ে ফেলে দিয়ে আসে। এতে রাতেই তার মৃত্যু হয়।
এদিকে আজ মঙ্গলবার (৩১মার্চ) সকাল ১১টায় এলাকার মানুষ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মঙ্গলবার বিকেলে বেতবুনিয়া পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছে।