সয়াবিন তেলের আদলে বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে ভেজাল পামওয়েল দিয়ে তৈরী করা হচ্ছে আসল সয়াবিন তেল। তেলের প্লাস্টিকের কৌটার উপর লাগানো স্টিাকার ছিল বেশ চকচকে। কৌটার ওই স্টিকারে মনে হবে আসল সয়াবিন তেল। এমন একটি বাসায় অভিযান চালায় রাঙামাটি জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান।
আজ বুধবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের শুটকিপট্টি এলাকার ব্যবসায়ী রিতা এন্টারপ্রাইজের মালিক মিল্টন বিশ্বাসের বাসায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান নকল সয়াবিন তেল জব্দ করা হয়। সে ওই এলাকার শিশু বিশ্বাসের ছেলে।

অভিযোগ রয়েছে, মিল্টন বিশ্বাস দীর্ঘদিন রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় নকল সয়াবিন বাজারজাত করে আসছে।
নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসাটিতে অভিযান চালিয়ে ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান নকল সয়াবিন তেল জব্দ গ্রেপ্তার করা হয়েছে। এসময় নকল সয়াবিন তেল বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী মিল্টন বিশ্বাসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।