প্রেমঘটিত কারণে রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে জয় দে নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (২৩ আগস্ট) ভোরে জেলা শহরের আরশীনগর ক্যাম্পের নিকটবর্তী আকাশী গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি রাউজান চিকদাইর জানালীহাটের রনজিত দের ছেলে।
রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানায়, নিহত পুলিশ সদস্য আরশীনগর ক্যাম্পে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পারি, একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। প্রায়ই তার সাথে ফোনে উচ্চস্বরে রাগারাগি করতো সে। সেই সূত্রে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।
এর আগে গত ১৫ জুলাই পারিবারিক কলহের কারণে রাঙ্গামাটি শহরের নিউ পুলিশ লাইনে কাউয়ুম নামে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।