জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদকে টিকাদানের মধ্য দিয়ে আজ রোববার (৭ ফেব্রুয়ারী) থেকে রাঙামাটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০টায় রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ডিসির পর সিভিল সার্জন বিপাশ খীসা, পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, চাকমা সার্কেল চিফ ব্যরিস্টার দেবাশীষ রায়সহ বিভিন্ন ব্যক্তি টিকা নেন।
টিকা নেওয়ার পর তাঁদের আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এর পর ডিসি একে এম মামুনুর রশিদ বলেন, টিকা নেওয়ার পর তাঁর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নিয়ে কিছু অপপ্রচার আছে উল্লেখ করে তিনি বলেন, টিকা দিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সরকার তা করে যাচ্ছে। নিবন্ধনসংক্রান্ত বিষয়টা আরও সহজ করা হবে আস্তে আস্তে।
জেলা সিভিল সার্জন বিপাশ খীসা জানান, সরকার ঘোষিত সম্মুখ সারির ১৫ ক্যাটাগরীর ব্যক্তিবর্গসহ আপাতত পঞ্চান্নোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরে অন্যান্য বয়সের লোকদের দেওয়া হবে।