রাঙামা‌টিতে ফের ব্যবসা প্র‌তিষ্ঠান বন্ধের ঘোষনা প্রশাসনের

purabi burmese market

করোনা সংক্রমন বৃ‌দ্ধি, অবাধে যান চলাচল, লোকজনের আনাগোনা বৃ‌দ্ধি ও নিয়মনী‌তি না মেনে শ‌পিং মল ও বিপনী বিতান প‌রিচালনা করা হচ্ছে বিধায় রাঙামাটির সকল প্রবেশপথ ও সকল ব্যবসা বন্ধ ঘোষনা করা হয়েছে। শুধুমাত্র ঔষধের দোকান রাত ৯ টা পর্যন্ত এবং মুদি দোকান বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

আজ (২০মে) বুধবার জেলা প্রশাস‌নের স‌ম্মেলন কক্ষে করোনা প‌রি‌স্থি‌তি নি‌য়ে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

‌জেলা প্রশাসক এ‌কে এম মামুনুর রশিদের সভাপ‌তি‌ত্বে সভায় অন্যদের মধ্যে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ মাঈন উ‌দ্দিন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপ‌জেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, সেনাবা‌হিনীর প্র‌তি‌নি‌ধি মেজর নাজমুল ইসলাম প্রমূখ উপ‌স্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আজ বিকেল ৪ টার পর থে‌কে ওষুধের দোকান ছাড়া সবধর‌ণের ব্যবসা প্র‌তিষ্টান বন্ধ থাকবে। সিএন‌জি ও মোটর সাইকেল চলাচ‌ল এবং শহরে প্রবেশের ওপর কড়াক‌ড়ি থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।