রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গুলি ভর্তি বিদেশী রিভলবারসহ বেলাল হোসেন (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গত রোববার (২৫ অক্টোবর) রাত ১২টায় বাঘাইছড়ি উপজেলার আমতলী বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী বাজারে অভিযান চালিয়ে বেলাল হোসেনকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, আটক বেলাল হোসেন প্রায় বিদেশি রিভলবার নিয়ে চলাফেরা করতো এবং আঞ্চলিক একটি সংগঠনের হয়ে চাঁদা সংগ্রহ করতো। এ নিয়ে স্থানীয়রা আতংকে থাকতো। বেলাল হোসেন বহুল আলোচিত-সমালোচিত আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ রাসেলের ঘনিষ্টজন এবং এলাকায় তার একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে বলে স্থানীয়রা জানান।
আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।