রাঙামা‌টিতে বেইলি ব্রিজ ভেঙে ৩ জনের মৃত্যু

রাঙামাটির কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে।দুর্ঘটনার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, চট্টগ্রাম থেকে পাথর বোঝাই ট্রাকটি রাঙামাটির নানিয়ারচরের দিকে যাচ্ছিল,পথে কুতুকছড়ি বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

NewsDetails_03

সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, পাথরবোঝাই একটি ট্রাক ডুবে যাওয়া খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে আমরা দুই জনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন