রাঙামা‌টিতে ভান্তের ওপর হামলা : বিহারের টাকা লুট

NewsDetails_01

একদল দুর্বৃত্ত ভোর রাতে হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে রাঙামাটি জেলার ধর্মশালা বন বিহারের ধর্মীয় গুরু ভান্তে কে। এসময় বিহারের দানবাক্স ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত ধর্মীয় গুরু ভান্তের নাম বধি বৃক্ষ তরুন জীবন চাকমা (৫৫)। তিনি উপজেলার মাইসছড়ি এলাকার সুভাষ কারবারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২২জুলাই) রাঙামাটির বাঘাইছড়ি রুপকারী ইউনিয়নের দোখাইয়া ধর্মশালা বন বিহারে এ ঘটনা ঘটে।

NewsDetails_03

রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমা জানান, দুর্বৃত্ত‌দের হামলায় আহত ভান্তে বধি বৃক্ষ তরুন জীবন চাকমাকে রক্তাক্ত অবস্থায় বাঘাইছ‌ড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় তার মাথায় আঘাত করে বিহারে দান বাক্সের তালা ভেঙ্গে রক্ষিত প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভান্তে বধি বৃক্ষ তরুন জীবন চাকমা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসাধীন আছেন। মাথায় আঘাত পেয়েছেন,জড়িতদের চি‌হ্নিত করে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন