করোনা আতঙ্কের মাঝে মিলল স্বস্তি। রাঙামাটি জেনারেল হাসপাতালে আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তির শারীরিক নমুনায় মিলল না করোনার প্রমাণ। ফলে এখনও পর্যন্ত করোনার ভয়াবহ থাকা থেকে মুক্ত থাকা স্বস্থি ফিরেছে রাঙামাটি বাসীর মধ্যে। স্বস্থি ফিরেছে স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যেও।
জানা যায়, জেলা শহরের রুপনগর এলাকার ওই ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসাপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু ওই রোগীর মধ্যে করোনার বেশ কিছু লক্ষণ থাকায় আইসলোশনে রাখা হয়। রবিবার মধ্যরাত ২ টার দিকে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। এর আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে রিপোর্ট আসার আগে ইসলামি ফাউন্ডেশন, রাঙামাটি জেলার তত্বাবধানে মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করা হয়।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ইনচার্জ ডা: মো: মোস্তফা কামাল বলেন, আইসোলেশনে থাকা ব্যাক্তির করোনা ফলাফল নেগেটিভ এসেছে। আমরা রবিবার ঐ ব্যাক্তিসহ মোট ১৫ জনের রিপোর্ট পাঠিয়েছিলাম আজকে শুধু একজনের রিপোর্ট এসেছে।