রাঙামা‌টিতে শিশুসহ ৪ জন ক‌রোনামুক্ত

NewsDetails_01

গত ক‌য়েক‌দি‌নে রাঙামাটিতে লা‌ফি‌য়ে লা‌ফি‌য়ে বাড়‌তে থাকা ক‌রোনা আক্রান্তের খব‌রে যখন শং‌কিত পাহা‌ড়ের জনজীবন, ঠিক তখনই স্ব‌স্তির খবর দি‌য়ে‌ছে জেলা স্বাস্থ্য বিভাগ। একজন শিশুসহ প্রথম যে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁদের তৃতীয় নমুনা পরীক্ষায় নেগে‌টিভ এসেছে। ‌

ত‌বে, বৃহস্প‌তিবার (১৪ মে) রা‌তে শিশুর পিতার শরী‌রে ক‌রোনা প‌জে‌টিভ সনাক্ত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

NewsDetails_03

ডা. বিপাশ খীসা জানান, জেলায় প্রথম ক‌রোনা প‌জে‌টিভ সনাক্ত হওয়া এক শিশুসহ চারজ‌নের তৃতীয় দফায় পাঠা‌নো নমুনায় করোনা রি‌পোর্ট নে‌গে‌টিভ এ‌সে‌ছে। তাঁরা এখন করোনামুক্ত। তবে নিয়ম মেনে ১৪ দিন কোয়া‌রে‌ন্টিন পালন করতে হবে তাঁদের।

এ‌দি‌কে, বৃহস্প‌তিবার রা‌তে প্রথম আক্রান্ত হওয়া শিশুর পিতার শরী‌রের ক‌রোনা প‌জে‌টিভ সনাক্ত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার রাত পর্যন্ত জেলায় ক‌রোনা আক্রান্তের সংখ্যা ২৫ জন থাক‌লেও ৪ জ‌নের তৃতীয় রি‌পো‌র্ট নে‌গে‌টিভ অাসায় সংখ্যা‌টি এখন ২১ জ‌নে নে‌মে এ‌সে‌ছে।

আরও পড়ুন