রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে চাইলাউ মারমা (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) আনুমানিক বিকেল সাড়ে চারটায় উপজেলার ডাকবাংলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত চাইলাউ জেলা শহরের আসামবস্তি এলাকার রেজ্ঞা মারমার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাইলাউ মারমা তার বন্ধুদের নিয়ে রাঙামাটি সদর থেকে সিএনজি যোগে নানিয়ারচরের চেঙ্গী ব্রীজের সৌন্দর্য্য উপভোগ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি চালকের অসাবধানতায় দ্রুত পাহাড়ি পথে বাঁক নিতে গেলে ছিটকে পড়ে চাইলাউ। এতে ঘটনাস্থলে মৃত্যুর মুখে ঢলে পড়ে। অপর দুই যাত্রী আহত হন। অবস্থা বেগতিক দেখে চালক পালিয়ে যায়।

ঘটনায় স্থানীয়রা আহতদের দ্রুত চিকিৎসার জন্য নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা. দোলন দাশ জানান, চাইলাউ মারমাকে মৃত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। আহত উসাইমং ও পিন্টু শীলকে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি। আহতরা হলেন, আসামবস্তি এলাকার ত্রাচিং মারমার ছেলে উসিমং মারমা ও একই এলাকার জহরলাল শীলের ছেলে পিন্টু শীল।
নানিয়ারচর থানার ওসি সুজন হাওলদার জানান, চালকের অসাবধানতায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। লাশ থানায় আনা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।