রাঙামাটি শহরের এসপি অফিস সংলগ্ন এলাকা থেকে পাঁচশত ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ ফোরকান। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল রাঙামাটি এসপি অফিস সংলগ্ন এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। এ সময় মোঃ ফোরকানকে আটক করা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তার কাছ থেকে পাঁচ শত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক মোঃ ফোরকানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।