রাঙামা‌টিতে ৬০ হাজার পরিবার পাবে মাসে ২০ কে‌জি করে চাল !

NewsDetails_01

করোনায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বিপর্যস্ত জীবনযাত্রাকে সামাল দিতে সরকার নানামু‌খি কার্যক্রম হাতে নিচ্ছে। তারই অংশ হিসাবে পুরো রাঙামা‌টি জেলার ৬০ হাজার পরিবার পাবে মাসে ২০ কে‌জি করে চাল। নামমাত্র মূল্যে এ চাল কিনতে পারবে ভুক্তভোগীরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পৌর মেয়র, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, ইউ‌পি চেয়ারম্যানদের তা‌লিকা তৈ‌রির নির্দেশনা দেয়া হয়েছে। রাঙামা‌টি সদর উপজেলায় ৫০০ পরিবার, রাঙামা‌টি পৌরসভা এলাকায় ৯ হাজার পরিবার, বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভা মিলে ৯ হাজার ৬০০পরিবার, কাপ্তাই উপজেলায় ৬ হাজার পরিবার, রাজস্থলীর ২হাজার ৮০০ পরিবার, বিলাইছড়ির ২হাজার ৮০০ পরিবার, নানিয়ারচর উপজেলায় ৪ হাজার ৩০০ পরিবার, জুরাছড়ি উপজেলায় ২ হাজার ১০০ পরিবার, বরকল উপজেলায় ৪ হাজার ৪০০ পরিবার, কাউখালী উপজেলায় ৬ হাজার পরিবার এবং লংগদু উপজেলায় ৮ হাজার পরিবার এই সুবিধা ভোগ করবে।

NewsDetails_03

রাঙামা‌টির ‌জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ বলেন, কর্মহীন কোন প‌রিবার যাতে অনাহারে না থাকে সেজন্যে সরকার এ উদ্যোগ গ্রহন করেছে। ইতোমধ্যে তা‌লিকা প্রনয়নের কাজ শুরু হয়েছে। জেলার ৬০ হাজার ভুক্তভোগী এর আওতায় আসবে বলে জানান তি‌নি।

এদিকে নামমাত্র মূল্যে এ চাল বিক্রি করার উদ্দ্যেগের ফরে জেলার সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করছে স্থানীয়রা।

আরও পড়ুন