আজ রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটি সদরের ৬টি এবং নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পেয়েছেন ৯টি, আওয়ামী লীগ পেয়েছে ১টি।
যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, রাঙামাটি সদর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে জীবতলী ইউপিতে সুদত্ত কারবারি (স্বতন্ত্র), মগবান ইউপিতে পুস্প রঞ্জন চাকমা (স্বতন্ত্র), সাপছড়ি ইউপিতে প্রবীণ চাকমা (স্বতন্ত্র) বালুখালী ইউপিতে অমর কুমার চাকমা (আ. লীগ), বন্দুকভাঙ্গা ইউপিতে অমর চাকমা (স্বতন্ত্র), কুতুকছড়ি ইউপিতে কানন চাকমা (স্বতন্ত্র)।
নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপিতে অমল কান্তি চাকমা (স্বতন্ত্র), নানিয়ারচর সদর ইউপিতে বাপ্পি চাকমা (স্বতন্ত্র) বুড়িঘাট ইউপিতে প্রমোদ খীসা (স্বতন্ত্র) ও সাবেক্ষং ইউপিতে সুপন চাকমা (স্বতন্ত্র)।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান রবিবার রাত সাড়ে ১০টার দিকে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন।